মানিকগঞ্জে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, তিন আসনেই বিএনপির প্রার্থীরা বৈধ।
সংবাদ:মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন কারণে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি কার্যক্রম পরিচালনা করেন।
শুনানি শেষে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাজাহান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মানিকগঞ্জ-২ আসনে বিএনপির দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান ও আব্দুল হক মোল্লার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
এছাড়া মানিকগঞ্জ-৩ আসনে মোট চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন— বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান এবং মোহাম্মদ ফারুক হোসেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রথমে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বার্তাবাহক

