শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা চালু প্যাথলজি বিভাগ ও ব্লাড ব্যাংক
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরু।ল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন এক গুরুত্বপূর্ণ সংযোজন। হাসপাতালের ইনডোরে ভর্তি রোগীদের উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬ ইং) থেকে ‘প্যাথলজি ল্যাব’ ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে রাতের যেকোনো সময় রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।
এর আগে হাসপাতালের ব্লাড ব্যাংক ২৪ ঘণ্টা চালু থাকলেও, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলামের নির্দেশনায় এখন থেকে প্যাথলজি ল্যাবরেটরিও ব্লাড ব্যাংকের পাশাপাশি সার্বক্ষণিক খোলা থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি ও রক্ত পরিসঞ্চালন বিভাগের ইনচার্জ মিজবাহ উদ্দিন আহমদ (নিঝুম)। তিনি আরও জানান, খুব শীঘ্রই হাসপাতালে বন্ধ থাকা Beckman Coulter (USA) মেশিনটি চালু করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে নতুন নতুন গুরুত্বপূর্ণ পরীক্ষা সংযোজন করা সম্ভব হবে এবং প্রতি ঘণ্টায় প্রায় ৮০০টি টেস্টের রিপোর্ট প্রদান করা যাবে।
হাসপাতালের সামগ্রিক সক্ষমতা জনসমক্ষে তুলে ধরতে এবং দালাল ও প্রতারক চক্রের হাত থেকে অসহায় রোগীদের সুরক্ষায় রাখতে এ সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্তাবাহক কিশোরগঞ্জ

