ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

ইসরায়েল হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে

বার্তাবাহক ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

লেবাননে হিজবুল্লাহ ও হামাসের যেসব স্থাপনাকে তারা “টার্গেট” বলে দাবি করেছে, সেগুলোর ওপর ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এর আগে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের চারটি গ্রামের জন্য উচ্ছেদ (এভাকুয়েশন) নির্দেশনা জারি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, পূর্ব লেবাননের বেকা উপত্যকার হাম্মারা ও আইন এল-তিনেহ এবং দক্ষিণের কফর হাত্তা ও আনান গ্রামে হিজবুল্লাহ ও হামাসের “সামরিক অবকাঠামো” লক্ষ্য করে বিমান হামলার পরিকল্পনা ছিল।

এএফপি সংবাদ সংস্থার এক আলোকচিত্রী কফর হাত্তায় দেখেছেন, ড্রোন তৎপরতার মধ্যেই ইসরায়েলের সতর্কবার্তা জারির পর গ্রামটি থেকে ডজনখানেক পরিবার পালিয়ে যায়। ওই এলাকায় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা তীব্র সংঘর্ষের অবসান ঘটে। তবে ইসরায়েল বারবার গোলাবর্ষণের মাধ্যমে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এখনো দেশটির পাঁচটি এলাকায় অবস্থান করছে।

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাড়তি চাপের মুখে রয়েছে। দেশটির নেতারা আশঙ্কা করছেন, ইসরায়েল হামলা আরও জোরদার করতে পারে।

লেবাননের সেনাবাহিনীর ২০২৫ সালের শেষ নাগাদ ইসরায়েল সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১২ মাইল) দূরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণ কার্যক্রম শেষ করার কথা ছিল। তবে রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাার এসব নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে “একেবারেই অপর্যাপ্ত” বলে মন্তব্য করেছেন।