বার্ষিক পরীক্ষা , তবু করিমগঞ্জে বিদ্যালয় বন্ধ—ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘শাটডাউন’ পালনের অভিযোগ।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ), নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত ঘোষণার পরও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হালগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার দিনে বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রৌনক জাহানের বিরুদ্ধে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল—
নৈতিকতা, মানবিকতা এবং শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে রোববার থেকে বার্ষিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।
তবুও পরীক্ষার দিন বিদ্যালয়ের গেটে তালা
হালগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, ঘোষণার পরদিনই পরীক্ষার সময় উপস্থিত হলে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝোলানো দেখতে পান তারা। শিক্ষার্থীরা পরীক্ষার খাতা ও কলম হাতে এসে দাঁড়িয়ে থাকে বাইরে।
একজন অভিভাবক বলেন—
“দেশের সব স্কুলেই শাটডাউন বন্ধ, কিন্তু এখানে উল্টো পরীক্ষা রেখে স্কুল বন্ধ। বাচ্চারা হতাশ হয়ে ফিরে গেছে।”
‘বদলি বা চাকরি নিয়ে ভয়ের কিছু নেই’—এমন অভিযোগও
কিছু শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রৌনক জাহান ব্যক্তিগত সিদ্ধান্তে শাটডাউন পালনে অনড় ছিলেন। এমনকি তিনি নাকি বলেছেন—
“বদলি বা চাকরি নিয়ে ভয় নেই।”
তবে এ বিষয়ে তার সরাসরি মন্তব্য পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলেও তিনি কথা বলতে রাজি হননি।
করিমগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষার দিনে কোনো বিদ্যালয় বন্ধ রাখা নিয়মবহির্ভূত। জাতীয়ভাবে শাটডাউন স্থগিত থাকায় স্থানীয় এ ঘটনা গুরুতর অনিয়ম হিসেবে দেখা হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসের একজন কর্মকর্তা জানান—
“পরীক্ষার সময় স্কুল বন্ধ থাকা খুবই দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিভাবকদের ক্ষোভ এবং শিক্ষার্থীদের ক্ষতি
অপ্রত্যাশিতভাবে পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান।
বার্তাবাহক কিশোরগঞ্জ | ৬ ডিসেম্বর ২০২৫ ইং

